Thursday, November 16, 2023

ডেঙ্গুতে মৃত্যু দেড় হাজার ছাড়াল


ফাইল ছবি

)<div class="paragraphs"><p>ফাইল ছবি</p></div>
বাংলাদেশ

ডেঙ্গুতে মৃত্যু দেড় হাজার ছাড়াল

Byজ্যেষ্ঠ প্রতিবেদক

দেশে এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে; যা নিয়ে এইডিস মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে এক বছরে প্রাণহানি দেড় হাজার ছাড়িয়েছে।

বুধবার সকাল পর্যন্ত গত এক দিনে আগের ২৪ ঘণ্টার চেয়ে এ রোগে দেশজুড়ে মৃত্যু বেড়ে দ্বিগুণ হয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১৩ জন ঢাকায় এবং ১১ জন ঢাকার বাইরের হাপসাতালে মারা যান বলে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে। গত মঙ্গলবার মৃত্যু হয়েছিল ১২ জনের।

এ নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৫২০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ৮৮৫ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৬৩৫ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ৬২৩ জন রোগী। এ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯৬ হাজার ৬৬৫ জন। তাদের মধ্যে ঢাকায় ১ লাখ ৪ হাজার ৫৭৬ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১ লাখ ৯২ হাজার ৮৯ জন।

বুধবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ৫ হাজার ৭৫৫ জন রোগী। তাদের মধ্যে ১৫০৭ জন ঢাকায় এবং ৪ হাজার ২৪৮ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

মাসের হিসাবে, ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন এবং অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন হাসপাতালে ভর্তি হয়। ১৫ নভেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ হাজার ৪৯০ জন রোগী।

মাসওয়ারি মৃত্যুর পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন এবং অক্টোবরে ৩৫৯ জনের মৃত্যু হয়। নভেম্বরের প্রথম ১৫ দিনে মৃত্যু হয়েছে ১৭২ জনের।

No comments:

Post a Comment