বাংলাদেশের পোশাক শ্রমিকদের বিক্ষোভ
বাংলাদেশের পোশাক শ্রমিকদের আন্দোলনের কারণে আশুলিয়া, সাভার ও ধামরাই শিল্পাঞ্চলের ১৩০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১১ নভেম্বর) কারখানাগুলোর প্রবেশপথে বন্ধের নোটিশ দেখা গেছে। শিল্প পুলিশের সুপারিন্টেনডেন্ট মো. সারওয়ার আলমের বরাত দিয়ে অনলাইন এশিয়া মিডিয়া সেন্টারের এক বিশ্লেষণে এ তথ্য জানানো হয়।
সর্বনিম্ন বেতন ২৩ হাজার টাকা করার দাবিতে, এক সপ্তাহের বেশি সময় ধরে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।
সরকার চলতি বছরের ৭ নভেম্বর পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করে। কিন্তু বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও পোশাক শ্রমিকরা এই মজুরি কাঠামো প্রত্যাখ্যান করেছে।
গত দুই সপ্তাহে শ্রমিকদের এই বিক্ষোভের ফলে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এমনকি গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের কেন্দ্রবিন্দু শিল্প নগরী গাজীপুরের পাশাপাশি ঢাকায় এখনো বিক্ষোভ চলছে।
নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনিয়ন নেতা প্রদীপ রায় বলেন, ‘বারবার বেশি মজুরি দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় শ্রমিকরা বিক্ষোভ করছেন।’
সারা বিশ্বে বাংলাদেশ তার পোশাক শিল্পের জন্য সুপরিচিত। এটি দেশের জিডিপির প্রায় ১৬ শতাংশ বা ৯৩ বিলিয়ন ডলার (নিউজিল্যান্ড ডলার সমান) অবদান রাখে এবং এর পেছনে কাজ করছে দেশটির মোট ৩ হাজার ৫০০টি কারখানার প্রায় চার মিলিয়ন শ্রমিক।
Untitled
বাংলাদেশ এইচ অ্যান্ড এম, অ্যাডিডাস এবং গ্যাপ সহ কয়েকটি বড় বৈশ্বিক ব্র্যান্ডের উৎপাদনের প্রাণকেন্দ্র। দেশের জন্য এত গুরুত্বপূর্ণ শিল্প হওয়া সত্ত্বেও গার্মেন্টস কারখানার শ্রমিকরা দীর্ঘদিন ধরে নিম্ন মজুরি ও কর্ম পরিবেশের মুখোমুখি হচ্ছেন।
পোশাক শিল্প বিপজ্জনকও হতে পারে। এর সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ২০১৩ সালে রানা প্লাজা ধসের ঘটনা। পাঁচটি পোশাক কারখানার আটতলা এ ভবনটি প্রকৌশল জনিত সমস্যার কারণে ধসে পড়ে। ঘটনাটিতে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়। কিন্তু এটিই শেষ নয়। গত ২০ বছরে ২৬টি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত দুই হাজার মানুষ নিহত হয়েছেন।
তবে এখন ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। যেহেতু রানা প্লাজার ব্যাপারটি কঠোর বিধিবিধান এবং নিরাপত্তা পরিদর্শকদের নিবিড় তদারকিতে আনা হয়েছিল সেহেতু বর্তমানে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে আরও সতর্ক হয়েছে গার্মেন্টস মালিকরা। কিন্তু এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেতন বাড়ানোর বিষয়টি।
উল্লেখ্য, বাংলাদেশের পোশাক শ্রমিকদের সর্বশেষ বেতন বেড়েছিল ২০১৮ সালের সেপ্টেম্বরে।
No comments:
Post a Comment