Friday, November 17, 2023

ঘূর্ণিঝড় মিধিলি: চট্টগ্রামে নোঙর ছিঁড়ে জাহাজ আটকেছে তীরে

 


)
চট্টগ্রাম

ঘূর্ণিঝড় মিধিলি: চট্টগ্রামে নোঙর ছিঁড়ে জাহাজ আটকেছে তীরে

Byচট্টগ্রাম ব্যুরো
 ঘূর্ণিঝড় মিধিলির মধ্যে প্রবল বাতাসে নোঙর ছিঁড়ে তীরে উঠে এসেছে একটি লাইটারেজ জাহাজ।

শুক্রবার সন্ধ্যার আগে পতেঙ্গা ওয়েস্ট পয়েন্ট এলাকায় কর্ণফুলী নদীর মোহনায় এ ঘটনা ঘটে।

পতেঙ্গা থানার ওসি কবিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রবল বাতাসের কারণে জাহাজটি ওয়েস্ট পয়েন্টের কাছে তীরের দিকে চলে আসে এবং সেখানে আটকে যায়।

বিষয়টি জানতে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুককে টেলিফোন করা হলে তিনি বলেন, তারা খোঁজ নিয়ে দেখছেন।

ঘূর্ণিঝড় মিধিলি উপকূলের এগিয়ে আসতে থাকায় ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলার পর শুক্রবার দুপুরে চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। বন্দরে অ্যালার্ট-৩ জারি করে জেটিতে থাকা জাহাজগুলোকে বহির্নোঙরে চলে যেতে বলা হয়।অন্যদিকে নদীর বন্দর সংলগ্ন এলাকায় থাকা ছোট ও মাঝারি জাহাজগুলোকে উজানের দিকে সরে যেতে বলা হয়। কর্ণফুলী নদীর তীরে চট্টগ্রাম বন্দরের উজানে সদরঘাট থেকে শাহ আমানত সেতু ও এর পরবর্তী এলাকায় অবস্থান নিতে শুরু করে সেসব জাহাজ।

ঘণ্টায় ৮৮ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে বেলা ১টার দিকে উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘মিধিলি’। পরের দুই ঘণ্টায় বৃষ্টি ঝরাতে ঝরাতে দুর্বল হয়ে বেলা ৩টার দিকে তা পুরোপুরি স্থলভাগে উঠে আসে।

ঝড়ের বিপদ কমে আসায় মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার বদলে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একইভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরসমূহকে ৬ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার বদলে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

পুরনো খবর

No comments:

Post a Comment