Sunday, January 28, 2024

৩০০ ইয়াবাসহ কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের প্রধান রক্ষী গ্রেপ্তার

 

৩০০ ইয়াবাসহ কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের প্রধান রক্ষী গ্রেপ্তার


কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম
ছবি: সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে প্রধান কারারক্ষীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৫৯)। আজ সোমবার দুপুরে কারাগারে প্রবেশের সময় অন্য কারারক্ষীরা তাঁকে তল্লাশি করে ৩০০টি ইয়াবা জব্দ করেন।

গ্রেপ্তার সাইফুল ইসলাম চাঁদপুর মতলব থানার আদলবিটি গ্রামের আবদুল জলিলের ছেলে।

কারাগারের সুপার সুব্রত কুমার বালা জানান, তল্লাশি ছাড়া কাউকে কারাগারের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। সাইফুল কারারক্ষীদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। তাঁকে তল্লাশি করা হয়। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, এ ঘটনায় সাইফুল ইসলামের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Prothom-alo

No comments:

Post a Comment