Saturday, January 27, 2024

নিচের লেখা মনোযোগ দিয়ে পড়ে সিদ্ধান্ত গ্রহন করুন! কোন ইজতেমায় শরিক হবেন?

 নিচের লেখা মনোযোগ দিয়ে পড়ে সিদ্ধান্ত গ্রহন করুন! কোন ইজতেমায় শরিক হবেন?


টঙ্গী বিশ্ব ইজতেমা,

তাবলীগের মাঝে মতভেদ; এবারের বিশ্ব ইজতেমা কি ২, ৩, ৪ ফেব্রুয়ারি না’কি ৯,১০, ১১ ফেব্রুয়ারি? এসকল বিষয় নিয়েই অল্প বিস্তর কিছু কথা। আপনি যেই দিকেই থাকেন’না কেন, সেটা আপনার ব্যাপার। তবে সত্যটা জেনে রাখা সবার জন্য জরুরি।


-------------------------------------------------------------------------


দ্বীনের মেহানত অনেক লাইনে হচ্ছে, অনেক ফরমেটেই হচ্ছে। কওমি, আলিয়া, পীর-মুরিদি, ওয়াজ নসিহত, রাজনীতি, লেখালেখি, যুক্তি-তর্ক, রেডিও, টেলিভিশন, ইন্টারনেট; এরকম শত শত লাইনের শত শত ধারা। মোটাদাগে বলতে গেলে সবার উদ্দেশ্যই এক। আর তা হলো, “নিজে জান্নাতে যাওয়া এবং অন্যদেরকেও জান্নাতে নেওয়া”। আর এই সকল মেহনতগুলোর মধ্যে অন্যতম হচ্ছে দাওয়াত ও তাবলীগ। আল্লাহর মেহেরবানীতে যেটা শুরু হয়েছিল ১৯২৭ সালে, দিল্লীর নিজামুদ্দিনের মাওলানা ইলিয়াস কান্ধলভী (রঃ) এর মাধ্যমে।

.


বাংলাদেশের টঙ্গীতে প্রতিবছর যেই ইজতেমা হয়ে আসছে, এটা প্রথম শুরু হয়েছে ১৯৬৭ সাল থেকে। এর আগেও আরো ৩টি ইজতেমা হয়েছে ১৯৪৬, ১৯৪৮ এবং ১৯৫৮ সালে। তবে সেগুলো টঙ্গীতে হয়নি, ১৯৪৬ সালে হয়েছে কাকরাইল মসজিদ সংলগ্ন রমনাতে, ১৯৪৮ সালে হয়েছে চট্টগ্রামে তৎকালীন হাজী ক্যাম্পে এবং ১৯৫৮ সালে হয়েছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে।


.


১৯৬৭ সাল থেকে ২০১০ পর্যন্ত বাংলাদেশে প্রতিবছর ১টি করে ইজতেমা হয়েছে। এরপর অধিক মানুষের জায়গার সংকুলান না হওয়ার কারনে ২০১১ সাল থেকে বাংলাদেশের ইজতেমাগুলো করা হয় দুই পর্বে। ১ম পর্বে বাংলাদেশের ৩২টি জেলা + বিদেশি মেহমান, আর ২য় পর্বে বাকি ৩২টি জেলা + বিদেশি বাকি মেহমান, এভাবে চলে ২০১৫ সাল পর্যন্ত। কিন্তু তাতেও জায়গার সংকুলান না হওয়ায় ২০১৬ সাল থেকে ৩২ জেলাকে আবার দুই ভাগ করা হয়, অর্থাৎ ইজতেমার ১ম পর্বে অংশ গ্রহণ করেবে ১৬ জেলা এবং ২য় পর্বে অংশগ্রহণ করবে ১৬ জেলা, আর বাকী ৩২ জেলা তারা টঙ্গীর ইজতেমায় অংশগ্রহণ না করে নিজ নিজ জেলায় ইজতেমা করবে। একই ভাবে পরের বছর ৩২ জেলা টঙ্গীর ইজতেমায় অংশগ্রহণ করবে আর বাকী ৩২ জেলা নিজ নিজ জেলায় ইজতেমা করবে। এক্ষেত্রে আগেরবার যারা জেলা ইজতেমা করেছে তারা টঙ্গীর ইজতেমায় শরিক হবে, আর যারা টঙ্গীতে অংশগ্রহণ করেছিলো তারা জেলা ইজতেমা করবে, এভাবেই চলতে থাকে ২০১৯ সাল পর্



No comments:

Post a Comment