মোশারফ ভাইয়ের সাথে তাল শারর কঠিন: শাহাজ সুমি
গত বছর ওটিটি প্ল্যাটফর্ম লিচিতে মুক্তি পাওয়া দুইটি 'বুকের মধ্যে আগুন' ও 'মোবারকনামা' দিয়ে প্রশংসা কুড়িয়েছে শাহনাজ সুমি। নাচ দিয়ে শুরু করা সুমি এখন দেখায় আলো ছড়াচ্ছে। ২৪ ডিসেম্বর প্রথম এই তরুণ পথের বিকাশ আলাপে। সহ তাঁর ব্যবহার, দেখা- অনেক কিছু।
বছরের শেষের দিকে মুক্তি পাওয়া গোলাম সোহরাব দোদু 'মোবারকমা' আলোচনায় ছিল সার্টিরি সফটওয়্যার বিষয়বস্তুর জন্য। পথের শিকার এক তরুণী সুরাইয়ার চরিত্রে দেখা গেছে শাহনাজ সুমিকে। বড় বোনের স্বামীর বিরুদ্ধে অভিযোগ করার পর উল্টো সুরাইয়া নিয়ে আলোচনা শুরু হয়।
তাঁর পোশাক-পরিচ্ছদ থেকে সম্পূর্ণ অপরাধ নিয়ে রায় দেয়, সমাজ এমনকি পরিবারও শুরু করে, তাঁর অবস্থানের কথা। তবে এই প্ল্যাট খুব, শিকার তরুণী চরিত্রের বাস্তব উদাহরণ নেই। এমন একটি গল্পে সুরাইয়ার চরিত্রে অভিজ্ঞতার কথা সত্য ছিল?

সুমি বললেন, এ সময়ে একটি বিষয় নিয়ে নির্মিত কাজের অংশটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। এটা জানালেন, 'আমরা এখনো কোনো সরোত্রী নিয়ে নিজের ভাবনা দেখতে চাই,
No comments:
Post a Comment