Wednesday, March 6, 2024

দিনাজপুরে ঘুষের টাকাসহ সরকারি কর্মকর্তা আটক !

 প্ল্যান অনুমোদন, খণ্ড জমি বরাদ্দ ও প্লটের বাণিজ্যিক অনুমোদনে ঘুষ দাবির অভিযোগে দিনাজপুরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপ সহকারী প্রকৌশলী মোরশেদ আলমকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


সোমবার (৪ মার্চ) দুপুরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুর কার্যালয় থেকে উক্ত অভিযোগে উপ সহকারী প্রকৌশলী মুহাম্মদ মোরশেদ আলমকে গ্রেফতার করেছে দুদক জেলা কার্যালয়ের আভিযানিক দলের সদস্যরা।


দুদকের উপপরিচালক জানান, অভিযান পরিচালনা কালে এনফোর্সমেন্ট টিম জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুরের উপ সহকারী প্রকৌশলী মোরশেদ আলম কর্তৃক অভিযোগকারীর নিকট হতে ঘুষ হিসেবে নেয়া দেড় লাখ টাকাসহ অন্যান্য রেকর্ড পত্রাদি জব্দ করা হয়। এরপর মুহাম্মদ মোরশেদ আলম সরকারী কর্মকর্তা হয়ে দেড় লাখ টাকা ঘুষ গ্রহণ করে অপরাধ করায় রেকর্ডপত্র এবং সাক্ষ্য-প্রমাণের আলোকে কমিশনের অনুমোদন ক্রমে দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ -এর বিধি ১০(১)(চ) অনুযায়ী মুহাম্মদ মোরশেদ আলমের বিরুদ্ধে দিনাজপুর জেলা কার্যালয়ে আজ একটি মামলা করা হয়। তারপর মুহাম্মদ মোরশেদ আলমকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি। 



তথ্য : সময়ের আলো