Tuesday, February 27, 2024
Monday, February 26, 2024
পঞ্চগড় এক্সপ্রেসের বগি পরিবর্তন, যাত্রীদের ক্ষোভ
পঞ্চগড় এক্সপ্রেসের বগি পরিবর্তন, যাত্রীদের ক্ষোভ
আধুনিক সুবিধাসম্পন্ন পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের বগি পরিবর্তন করে পুরোনো ও জরাজীর্ণ বগি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। যাত্রীদের দাবি, দেশের সর্বোচ্চ দূরত্বের রেলপথে বিরতিহীন এই ট্রেনের ইন্দোনেশিয়া থেকে আমদানি করা আধুনিক সুবিধাসম্পন্ন বগি পরিবর্তন করে পুরোনো বগি দেওয়া হয়েছে। বগিগুলো লক্কর-ঝক্কর। এর সিটগুলো এতটাই সংকীর্ণ যে বসতে গেলে সিটের সঙ্গে হাঁটু আটকে যায়। পুরোনো বগি দিয়ে যাত্রীদের হয়রানি করছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকা থেকে ৬৩৯ কিলোমিটার দীর্ঘ রেলপথের তালিকায় ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার নাম রয়েছে। নিরাপদ ভ্রমণে এই দুটি জেলার মানুষের প্রথম পছন্দ ট্রেন। গত দুই দশকে ঢাকায় যাতায়াতে বেড়েছে ট্রেনের চাহিদা। এর মধ্যে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। নতুন সরকারের রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ পান তিনি। তার প্রচেষ্টায় পঞ্চগড়-ঠাকুরগাঁও-ঢাকা রেল রুটে তিনটি আন্তঃনগর ট্রেন চালু হয়। ২০১৯ সালের ২৫ মে পঞ্চগড় এক্সপ্রেস নামে একটি ট্রেন পঞ্চগড়-ঠাকুরগাঁও-ঢাকা রেলপথে যাত্রা শুরু করে।
সেই থেকে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা আধুনিক সুবিধাসম্পন্ন ট্রেনটি মোট ১২টি বগি নিয়ে পঞ্চগড়-ঠাকুরগাঁও-ঢাকা পথে সরাসরি চলছিল পঞ্চগড় এক্সপ্রেস। সেই আধুনিক বগি পরিবর্তন করে গত বছরের শেষ দিকে অনেক পুরোনো নড়বড়ে বগি সংযুক্ত করা হয় ট্রেনটিতে। এতে যাত্রীদের অনেকেই পঞ্চগড় এক্সপ্রেসের ওই বগি দেখে ক্ষোভ প্রকাশ করেন। এ নিয়ে ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশনের মাস্টার মো. আক্তারুলের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
তবে স্টেশন মাস্টার জানান, রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী এসব বগি পরিবর্তন হয়েছে। আগে যে রেলের বগিগুলো ছিল সেগুলো নতুন। কিন্তু বর্তমানে বর্তমানে যে বগিগুলো দেওয়া হয়েছে সেগুলো পুরোনো। গত বছরের ২৭ ডিসেম্বর এই বগিগুলো পরিবর্তন করা হয়। বগিগুলোর সিট যদিও ছোট কিন্তু সিট সংখ্যা বাড়ানো হয়েছে। ঠাকুরগাঁওয়ের যাত্রীদের জন্য এই ট্রেনে আগে সিট বরাদ্দ ছিল ২৪৬টি। বর্তমানে তা ৩৬৬টি করা হয়েছে।
এদিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের বগি পরিবর্তন নিয়ে উত্তরবঙ্গের যাত্রীদের মধ্যে সমালোচনা চলছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন।
এ বিষয়ে কালাম নামে ঠাকুরগাঁওয়ের এক যাত্রী বলেন, আমি রেলে প্রতিনিয়ত যাতায়াত করি। আগের যে সিটগুলো ছিল সেগুলো অনেক ভালো ছিল। বর্তমান যে সিটগুলো দেওয়া হয়েছে সেগুলো খুব খারাপ। চাপা চাপা, পুরোনো। বর্তমানে যে বগিগুলো দেওয়া হয়েছে সেগুলোর মান অনেক খারাপ। আমাদের এখান থেকে ঢাকার দূরত্ব অনেক বেশি। কিন্তু আমাদের নতুন বগি অন্য জায়গায় নিয়ে আমাদেরকে পুরাতন বগি দেওয়া হয়েছে।
আবদুল করিম নামে একজন বলেন, আমি আমার মেয়েকে ট্রেনে উঠিয়ে দিতে গিয়েছিলাম। আমাদের আগের ট্রেনের বগিগুলো ছিল নতুন আর ভালো। আর বর্তমানে যে বগিগুলো দেওয়া হয়েছে, সেগুলো অনেক বেশি পুরোনো। আমরা চাই আমাদের আগের বগিগুলো দেওয়া হোক।
কামরুল হাসান নামে একজন টিটি বলেন, আগের সিটগুলো নতুন ছিল। বর্তমানের সিটগুলো অনেক পুরাতন এবং এখানে নামাজ ঘর নেই। সিটগুলো অনেক চাপা, আগের গুলো বড় ছিল।
পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম মো. আবদুল আউয়াল ভুঁইয়া বলেন, রাজশাহীর বগিগুলো ছিল ইন্ডিয়ান। দীর্ঘ পথ পাড়ি দিলেও এগুলো নষ্ট হয় না। সেজন্য এটা পঞ্চগড়-ঠাকুরগাঁওয়ে দেওয়া হয়েছে। যে বগিগুলো দেওয়া হয়েছে সেগুলো ১৮ বছরের পুরোনো।
সংরক্ষিত আসনে ৫০ নারী সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট মঙ্গলবার
ব
সংরক্ষিত আসনে ৫০ নারী সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট মঙ্গলবার
জাতীয় সংসদের সংরক্ষক দল ৫০ জন সদস্য বিনা প্রতিবিতয় নারী সদস্য। ভোটারদের-ঠিকানা সহ তাদের আবেদনপত্র প্রকাশ করবে কমিশন নির্বাচন (সি)।
রিটানিং পার্টি ইসির যুগ্মন্টন মনির যুদ্ধাপরাধী তালুকদার বলেন, দলটি নির্বাচনের জমাদানের শেষ দিন। বিকাল ৪টি ঘটনার সময় পর্যন্ত ৫০ পর্যন্ত কেউ হাজিরা দেন।
তিনি বলেন, সংঘবদ্ধ নারী নারী ৫০ তার দল প্রকাশের প্রকাশ করা হয়েছিল। এক বিক্রেতা স্থানীয় তারা বিনা প্রতি বিনা পছন্দ করে। পরবর্তী কাযদিবসে (২৭ এপ্রিল) বিনা প্রতি বিনা প্রতিবিতয় নির্বাচন করার শক্তি প্রকাশ করা হবে। ঠিকদের নাম-ঠিকানা প্রকাশের পর তা গেজেট প্রকাশের জন্য বিজি প্রেসে বলবেন। আকাশদিনেই গেজেট প্রকাশ হতে পারে।
সংরক্ষিত আসনের সদস্যদের শপথের গণনা ব্যবস্থা গেজেটের কপি নম্বর সংসদে নিতে হবে।
দ্বাদশ সংসদে নৌকা প্রতীকে জয় পাওয়া ২২৫ ক্ষমতায়ন ক্ষমতাসীন আসন ৩৮টি সংরক্ষিত আসন ভোট। ৬ স্বতন্ত্র স্বতন্ত্র পুলিশের মতৈক্য ভাগের ১০২ ভোটেই ভোটার। সে হিসাবে আপনার সমর্থনে ৪৮ সংরক্ষিত আসন। বাকি সংরক্ষিত আসন পায় প্রধান জাতীয় দল পার্টি।
Friday, February 23, 2024
দিনাজপুরে ২০ জোড়া তরুণ-তরুণীর যৌতুকবিহীন বিয়ে
দিনাজপুরে ২০ জোড়া তরুণ-তরুণীর যৌতুকবিহীন বিয়ে
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ২০ জোড়া দরিদ্র ও এতিম তরুণ-তরুণীর যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়েতে নবদম্পতিদের নতুন সংসার সাজাতে দেওয়া হয়েছে প্রয়োজনীয় আসবাব ও সাংসারিক জিনিসপত্র।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশ এ বিয়ের আয়োজন করে। সেখানে ২০ জন বর ও ২০ জন কনে সাজিয়ে আনা হয়। তাদের বিয়ে পড়ান মাওলানা আবেদ আলী। আগামীর দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি কামনায় তাদের জন্য দোয়া করা হয়। পরে নবদম্পতিদের হাতে সেলাই মেশিন, ছাগল, লেপ-তোশক, রান্নাঘরের প্রয়োজনীয় আসবাবপত্র, হাড়ি-পাতিলসহ প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া হয়।
ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশের দিনাজপুরের জিম্মাদার মাওলানা আইয়ুব আলী আনসারী বলেন, এসব বর-কনে এতিম ও হতদরিদ্র পরিবারের। এই ছেলে-মেয়েদের বিয়ে দেওয়ার সামর্থ্য পরিবারের নেই বললেই চলে। কনেকে যোগ্য পাত্রের হাতে তুলে দেওয়া এবং একই সঙ্গে যৌতুকের ধর্মীয় বিধি-নিষেধ মেনে যৌতুকবিহীন বিয়েতে সাধারণ মানুষের মাঝে বার্তা ছড়িয়ে দিতে এই আয়োজন।
অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ মো. জাকারিয়া জাকা বলেন, যৌতুক দেওয়া কিংবা নেওয়া ধর্মীয়ভাবেও নিষিদ্ধ। এ ধরনের বিয়ে সেই বার্তাই পৌঁছে দেবে প্রতিটি ঘরে ঘরে। আনন্দঘন মুহূর্তে যৌতুকবিহীন বিয়ে দেওয়া হয়েছে। বিবাহবন্ধনে আবদ্ধ তরুণ-তরুণীদের সামাজিক জীবনে সর্বত্র সাফল্য কামনা করে যৌতুকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
Thursday, February 15, 2024
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বড় সুখবর দিলো বিআরটিএ
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বড় সুখবর দিলো বিআরটিএ
সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানিয়েছে, পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সহজতর করার লক্ষ্যে ঢাকা মেট্রো সার্কেল-১ (মিরপুর), ঢাকা মেট্রো সার্কেল-২ (ইকুরিয়া), ঢাকা মেট্রো সার্কেল-৩ (দিয়াবাড়ি, উত্তরা), ঢাকা মেট্রো সার্কেল-৪ (পূর্বাচল) ও ঢাকা জেলা সার্কেলের অন্তর্ভুক্ত আবেদনসমূহ bsp.brta.gov.bd এই ওয়েসাইটের মাধ্যমে গ্রহণ কার্যক্রম (পাইলটিং) শুরু করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ১২ ফেব্রুয়ারি থেকে এ প্রক্রিয়ায় বিআরটিএর অন্যান্য সকল সার্কেলের অন্তর্ভুক্ত পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নের কার্যক্রম চালু করা হয়েছে।
বিআরটিএ জানিয়েছে, অনলাইনে আবেদন প্রক্রিয়া চালুর ফলে পেশাদার ড্রাইভিং লাইসেন্সধারীকে শুধুমাত্র একবার বিআরটিএর প্রশিক্ষণ কেন্দ্র বা পরীক্ষাকেন্দ্রে গিয়ে বায়োএনরোলমেন্ট প্রদান ও দক্ষতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
যেভাবে আবেদন
প্রথমে এই bsp.brta.gov.bd গিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ ও মোবাইল নম্বর দিয়ে ইউজার আইডি খুলতে হবে। আবেদনকারী কর্তৃক তার bsp একাউন্টের মাধ্যমে প্রথমে অনলাইন ভেরিফিকেশন বেজড কিউআর কোড সংবলিত প্রবেশপত্র গ্রহণ করতে হবে। পরবর্তীতে রিফ্রেশার ট্রেনিং ও দক্ষতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর অনলাইনেই ফি প্রদান ও ডোপ টেস্ট রিপোর্ট স্ক্যান কপি সংযুক্ত করে আবেদন সাবমিট করতে হবে।
এ ছাড়া আবেদনকারীর পরীক্ষার ফলাফল এবং আবেদন প্রক্রিয়াকরণের প্রতিটি পর্যায়ের স্ট্যাটাস অনলাইনে তার bsp একাউন্টে জানতে পারবেন এবং কিউআর কোড বেজড সিস্টেম জেনারেটেড মোটরযান চালনার ই-ড্রাইভিং লাইসেন্স গ্রহণ করতে পারবেন। প্রিন্টিং কার্যক্রম শেষে আবেদনকারীর চাহিত ঠিকানায় ডাকযোগে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড পৌঁছে দেয়া হবে।
Tuesday, February 13, 2024
২৯ হাজার তরুণকে বিনামূল্যে ফ্রিল্যান্সিংয়ের প্রশিক্ষণ দেবে সরকার
২৯ হাজার তরুণকে বিনামূল্যে ফ্রিল্যান্সিংয়ের প্রশিক্ষণ দেবে সরকার
আগামী তিন বছরে দেশে প্রায় ২৯ হাজার তরুণ ফ্রিল্যান্সার তৈরি করবে সরকার। এই প্রশিক্ষণ নিতে কোনো টাকাপয়সা লাগবে না; বরং উল্টো দৈনিক মোট ৫০০ টাকা করে ভাতা পাবেন তারা। ৪৮ জেলায় ৩০০ কোটি টাকা ব্যয়ে রিল্যান্সিং প্রকল্পটি একনেক সভায় অনুমোদনের অপেক্ষায় আছে।

ড্রাইভিং লাইসেন্স নবায়ন আরও সহজ করল বিআরটিএ
ড্রাইভিং লাইসেন্স নবায়ন আরও সহজ করল বিআরটিএ
পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন আরও সহজ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নবায়নের আবেদনসমূহ অনলাইনে দাখিলের ব্যবস্থা এরই মধ্যে শুরু করেছে প্রতিষ্ঠানটি।
সোমবার এক বিজ্ঞপ্তিতে বিআরটিএ জানিয়েছে, পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সহজতর করার লক্ষ্যে ঢাকা মেট্রো সার্কেল-১ (মিরপুর), ঢাকা মেট্রো সার্কেল-২ (ইকুরিয়া), ঢাকা মেট্রো সার্কেল-৩ (দিয়াবাড়ি, উত্তরা), ঢাকা মেট্রো সার্কেল-৪ (পূর্বাচল) ও ঢাকা জেলা সার্কেলের অন্তর্ভুক্ত আবেদনসমূহ এই ওয়েসাইটের মাধ্যমে গ্রহণ কার্যক্রম (পাইলটিং) শুরু করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আজ থেকে এ প্রক্রিয়াই বিআরটিএ’র অন্যান্য সকল সার্কেলের অন্তর্ভুক্ত পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নের কার্যক্রম চালু করা হবে।
বিআরটিএ জানিয়েছে, অনলাইনে আবেদন প্রক্রিয়া চালুর ফলে পেশাদার ড্রাইভিং লাইসেন্সধারীকে শুধুমাত্র একবার বিআরটিএ’র প্রশিক্ষণ কেন্দ্র বা পরীক্ষাকেন্দ্রে গিয়ে বায়োএনরোলমেন্ট প্রদান ও দক্ষতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
যেভাবে আবেদন:
প্রথমে এই লিংকে গিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ ও মোবাইল নম্বর দিয়ে ইউজার আইডি খুলতে হবে। আবেদনকারী কর্তৃক তার bsp একাউন্টের মাধ্যমে প্রথমে অনলাইন ভেরিফিকেশন বেজড কিউআর কোড সংবলিত প্রবেশপত্র গ্রহণ করতে হবে। পরবর্তীতে রিফ্রেশার ট্রেনিং ও দক্ষতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর অনলাইনেই ফি প্রদান ও ডোপ টেস্ট রিপোর্ট স্ক্যান কপি সংযুক্ত করে আবেদন সাবমিট করতে হবে।
এ ছাড়া আবেদনকারীর পরীক্ষার ফলাফল এবং আবেদন প্রক্রিয়াকরণের প্রতিটি পর্যায়ের স্ট্যাটাস অনলাইনে তার bsp একাউন্টে জানতে পারবেন এবং কিউআর কোড বেজড সিস্টেম জেনারেটেড মোটরযান চালনার ই-ড্রাইভিং লাইসেন্স গ্রহণ করতে পারবেন। প্রিন্টিং কার্যক্রম শেষে আবেদনকারীর চাহিত ঠিকানায় ডাকযোগে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড পৌঁছে দেওয়া হবে।
এ বিষয়ে কোনো অভিযোগ বা পরামর্শ থাকলে এই ইমেইলে info@brta.gov.bd পাঠাতে পারবেন।
Friday, February 9, 2024
সাফের কাঠগড়ায় লঙ্কান ম্যাচ কমিশনার
সাফ কাঠগড়ায় লঙ্কান ম্যাচার
সাফ অ১৯ নারী সংগ্রাম সংগ্রামের জন্ম। শেষ পর্যন্ত ও ভারত দলকে বাংলাদেশ গঠন করা হয়েছে। তবে টুর্নামেন্টের বাইলজে (আইন) নেই যুগ্ম শিরোপা। সাফের স্বার্থে রাজনৈতিক দল
শ্রীলঙ্কার ম্যাচ কমিশনারের ভুল সিদ্ধান্তে এমন ঘটনা। এই ঘটনায় টুর্নামেন্টের আয়োজক সাফের দায় দেখছেন না সাফ সম্পাদক, 'এটা ম্যাচ কমিশনারের ভুল। সে রেগুলেশন্স সঠিকভাবে পড়েননি। তিনি এএফসির শীর্ষ ম্যাচ কমিশনার। এরপরও এমন ভুল করেছে। এখানে সাফের কোনো ভুল নেই, কারণ ম্যাচ পরিচালনার দায়িত্ব রেফারি ও কমিশনারের।'
যুগ্ম চ্যাম্পিয়ন সিদ্ধান্ত হওয়ায় ভারত চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে দেশে ফিরবে। বাংলাদেশকে কিছু দিন পর ট্রফি দেওয়া হবে বলেও জানান সাফ সম্পাদক। বলেন 'এখন ভারত ট্রফি নিয়ে যাবে। বাংলাদেশকে কিছু দিনের মধ্যে দেওয়া হবে। টুর্নামেন্ট সেরা, ফেয়ার প্লে পুরস্কারগুলো পরবর্তীতে দেওয়া হবে।'
Thursday, February 1, 2024
বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিতে আগ্রহী মঙ্গোলিয়া
বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিতে আগ্রহী মঙ্গোলিয়া
মঙ্গোলিয়া সরকার বাংলাদেশ থেকে ইংরেজিতে দক্ষ শিক্ষার্থীদের তাদের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকসহ বিভিন্ন খাতে দক্ষ জনবল নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বুধবার মন্ত্রণালয়ে বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত গানবোল্ড দামবাজাভ।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গোলিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে ডাক্তার-নার্স, ইঞ্জিনিয়ার, কন্সট্রাকশনকর্মী, কৃষি শ্রমিকসহ বিভিন্ন খাতে জনবল নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এ সময় বলেন, বাংলাদেশের বহু দক্ষ জনবল বিশ্বের অনেক দেশে সুনামের সঙ্গে কাজ করছেন। বিদেশি শ্রম বাজারে বাংলাদেশের শ্রমিকদের ব্যাপক চাহিদা রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে ইংরেজিতে অসংখ্য স্নাতকধারী রয়েছেন, যারা আইইএলটিএস, টোফেল, জিআরইসহ আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে নিজেদের দক্ষ করে তৈরি করেছেন। মঙ্গোলিয়া সরকার বাংলাদেশ থেকে এ ভাষায় দক্ষ শিক্ষার্থীদের সেদেশের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ দিতে পারে।
বাংলাদেশের ফার্মাসিউটিক্যালসের বিশ্বব্যাপী বাজার সৃষ্টি হয়েছে মন্তব্য করে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, মঙ্গোলিয়া সরকারও বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যালস পণ্য নিতে পারে।
বৈঠকে মঙ্গোলিয়ার রাষ্ট্রদূত গানবোল্ড দামবাজাভ বলেন, মঙ্গোলিয়ার দ্বিতীয় ভাষা ইংরেজি। ফলে ইংরেজিতে দক্ষ জনবলের বড় চাহিদা রয়েছে।
মঙ্গোলিয়ার রাষ্ট্রদূত আরও বলেন, মঙ্গোলিয়া ইউরোপীয় ইউনিয়নের জিএসপি প্লাস সুবিধাভোগী দেশ এবং জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্বের চুক্তি রয়েছে। এছাড়া চীন এবং রাশিয়ার সঙ্গেও অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে অনুকূল সম্পর্ক রয়েছে। তাই বাংলাদেশ মঙ্গোলিয়ার সঙ্গে বিনিয়োগসহ বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে পারে।
-
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে সরকারি কর্মকর্তা ও উপজেলা নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে স...
-
রংপুর মেডিকেলের আইসিইউ ইউনিটে আগুন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটের এসিতে আগুন লেগেছে। এ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও বিদ্যুৎহ...
-
জাতীয় মহার্ঘ ভাতা নিয়ে নতুন বক্তব্য দিলেন অর্থ উপদেষ্টা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি...