Thursday, March 13, 2025

আজ থেকে ঢাকায় শুরু হলো ইউরোপের নয়টি দেশের ভিসা প্রসেসিং

 আজ থেকে ঢাকায় শুরু হলো ইউরোপের নয়টি দেশের ভিসা প্রসেসিং



ইউরোপে নয়টি দেশের শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়া ঢাকায় শুরু হতে যাচ্ছে আজ থেকে। বাংলাদেশি নাগরিকরা এখন থেকে বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া ও সুইডেনের ভিসার জন্য আবেদন করতে পারবেন ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাসের মাধ্যমে।

এছাড়া, পর্তুগাল, রোমানিয়া, বুলগেরিয়া ও ক্রোয়েশিয়া তাদের নিজস্ব ভিসা সেবা অফিস চালু করেছে ঢাকায়। চলতি বছর থেকে কার্যকর হওয়া এই উদ্যোগ বাংলাদেশের নাগরিকদের ইউরোপ ভ্রমণ, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগকে আরও সহজ করবে।

এছাড়া, পর্তুগাল, রোমানিয়া, বুলগেরিয়া ও ক্রোয়েশিয়া তাদের নিজস্ব ভিসা সেবা অফিস চালু করেছে ঢাকায়। চলতি বছর থেকে কার্যকর হওয়া এই উদ্যোগ বাংলাদেশের নাগরিকদের ইউরোপ ভ্রমণ, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগকে আরও সহজ করবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন এই ভিসা আবেদন সুবিধা সময় ও খরচ সাশ্রয় করবে, পাশাপাশি বাংলাদেশিদের ইউরোপ গমনের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও দ্রুততর করবে।

ভিসা সংক্রান্ত তথ্য ও অনুসন্ধানের জন্য আগ্রহীদের ভিএফএস হেল্প ডেস্কে (+88) 09606 777 333 অথবা (+88) 09666 911 382 নম্বরে (রোববার থেকে বৃহস্পতিবার, সকাল ৯টা – বিকেল ৫টা) যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। এছাড়া, অনলাইনে যোগাযোগের জন্য https://vfsforms.mioot.com/forms/CFNC/ লিংকে ভিএফএস গ্লোবালের অফিসিয়াল ফর্ম পূরণ করা যাবে।

Wednesday, January 29, 2025

জাতীয় মহার্ঘ ভাতা নিয়ে নতুন বক্তব্য দিলেন অর্থ উপদেষ্টা

 

মহার্ঘ ভাতা নিয়ে নতুন বক্তব্য দিলেন অর্থ উপদেষ্টা




সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে কে ঘোষণা দিয়েছে আমি জানি না।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

সরকারি চাকরিজীবীরা কী মহার্ঘ ভাতা পাচ্ছেন- সাংবাদিকরা এমন প্রশ্ন করলে অর্থ উপদেষ্টা বলেন, মহার্ঘ ভাতার বিষয়ে এখনো আমরা কোনো সিদ্ধান্ত নেইনি।

তাহলে কি মহার্ঘ ভাতার বিষয় থেকে সরকার সরে আসছে? এমন প্রশ্নের উত্তরে তিনি পাল্টা প্রশ্ন করেন, মহার্ঘ ভাতার ঘোষণা কে দিল? সাংবাদিকরা জানান, জনপ্রসাশন সচিব নিজেই মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। উত্তরে উপদেষ্টা বলেন, কে ঘোষণা দিয়েছে আমি জানি না। আমরাতো ঘোষণা দেইনি। অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব আসলে তারপরে সিদ্ধান্ত নেব, দেব কি দেব না।

এ সময় সাংবাদিকদের জানতে চান অর্থ মন্ত্রণালয়ের কাছে কোনো প্রস্তাবনা গেছে কিনা? উত্তরে উপদেষ্টা বলেন, আমরা তো এখনো ঘোষণা দেইনি। এখনো সিদ্ধান্ত নেইনি। 

সম্প্রতি সাড়ে ১৪ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ২০ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার খসড়া প্রস্তুত করেছিল অর্থ বিভাগ। তবে ইতোমধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীর বাড়তি ৫ শতাংশ বার্ষিক বৃদ্ধি (ইনক্রিমেন্ট) বাদ দেওয়ার সুপারিশও করা হয়। অর্থ বিভাগের হিসাবে, এটি বাস্তবায়নে এক অর্থবছরে বাড়তি খরচ হবে অন্তত পাঁচ হাজার কোটি টাকা। তবে আপাতত মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


Wednesday, August 7, 2024

কুষ্টিয়া কারাগার থেকে পালিয়েছে ১০৪ বন্দি

 

কুষ্টিয়া কারাগার থেকে পালিয়েছে ১০৪ বন্দি

কুষ্টিয়া প্রতিনিধি

(৫৪ মিনিট আগে) ৭ আগস্ট ২০২৪, বুধবার, ৭:১৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৩৫ অপরাহ্ন


কুষ্টিয়া জেলা কারাগারের গেট ভেঙে ১০৪ জন বন্দি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৭ই আগস্ট) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি চালিয়েছে কারারক্ষীরা। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী পৌঁছে জেলা কারাগারের নিয়ন্ত্রণ নেয়। এ ঘটনায় কমপক্ষে ৫ জন কারারক্ষী আহত হয়েছেন। কারা সূত্র জানিয়েছে, ১০৭ জন বন্দি পালিয়েছে। 


কুষ্টিয়ার জেল সুপার আঃ বারেক বলেন, ভেতরে দুপুরের খাবার ও গণনা শেষ করে অফিসেই নামাজ আদায় করছিলাম। নামাজ শেষ করে উঠতেই হঠাৎ কারাগারের ভেতর থেকে চিৎকার ও অভ্যন্তরীণ গেটে আঘাতের শব্দ শুনতে পাই। দৌড়ে গিয়ে দেখি অন্তত ৩শ জন’ সংঘবদ্ধ হয়ে ভেতর থেকে একসঙ্গে গেটে ধাক্কা দিচ্ছে। এতে গেটের হেজবোল্ড ভেঙে যায়। এ সময় কারাবন্দিরা পালানোর চেষ্টা করলে কারারক্ষীরা ফাঁকাগুলি চালায়।

এ সময় তারা ছত্রভঙ্গ হয়ে আবারো ভেতরে ঢুকে যায়। তবে এই সুযোগে  বেশ কজন কারাবন্দি পালিয়ে গেছে। এই কর্মকর্তা আরো বলেন, ঠেকাতে গিয়ে ৫ জন কারারক্ষী আহত হয়েছেন। এছাড়া কোন হতাহতের ঘটনা ঘটেনি। অস্ত্র ভান্ডার রক্ষিত আছে, কারাবন্দিরা নিরাপদে আছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কারাগারের দর্শনার্থী কক্ষে স্বজনরা কারাবন্দি সাথে কথা বলছিল। হঠাৎ ভেতর থেকে বেশকিছু উচ্ছৃঙ্খল কয়েদি কারারক্ষীদের মারধর শুরু করে। এ সময় বাইরে থাকা করাবন্দিদের স্বজনরাও চেচামেচি শুরু করেন। 
একটি সূত্র জানিয়েছে, কারাগারের ভেতরে থাকা কুষ্টিয়ার চাঞ্চল্যকর দশ টুকরা হত্যা মামলার প্রধান আসামি সাবেক এক ছাত্রলীগ নেতার নেতৃত্বে এ ঘটনা ঘটেছে। এদিকে কারাগারে গুলির শব্দ শুনে উৎসুক জনতা বাউন্ডারি গেটে জড়ো হয়। তারা ভেতরে ঢোকার চেষ্টা করলে কারারক্ষীরা তাদেরকে বাধা দেয়। এর কিছুক্ষণ পরেই সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। 
কুষ্টিয়া ক্যাম্পের দায়িত্বে থাকা অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুল আলম শিকদার বলেন, কোন হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। জেল সুপার জানিয়েছেন, সামান্য সংখ্যক কারাবন্দি কারাগার থেকে পালিয়েছে।

Saturday, May 11, 2024

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল

 

রংপুর মেডিকেলের আইসিইউ ইউনিটে আগুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটের এসিতে আগুন লেগেছে। এ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও বিদ্যুৎহীন হয়ে পড়েছে হাসপাতাল। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন রোগীরা।



শনিবার (১১ মে) বেলা ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


জানা যায়, বেলা ৩টার দিকে হাসপাতালের আইসিইউ ইউনিটের এসিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এতে হাসপাতালে অবস্থান করা সবাই আতঙ্কিত হয়ে পড়েন। পরে কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও ৪ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

বিস্তারিত আসছে...

Wednesday, May 1, 2024

একজনের ভোট অন্যজন দিলে প্রিসাইডিং কর্মকর্তাকে জেলে পাঠানো হবেঃ ইসি

 মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে সরকারি কর্মকর্তা ও উপজেলা নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সংবাদকর্মীদের কাছে এ কথা বলেন  নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান



বিস্তারিত : https://www.somoynews.tv/news/2024-05-01/PVJzQzVy


#ElectionCommission  #election #somoytv

Wednesday, March 6, 2024

দিনাজপুরে ঘুষের টাকাসহ সরকারি কর্মকর্তা আটক !

 প্ল্যান অনুমোদন, খণ্ড জমি বরাদ্দ ও প্লটের বাণিজ্যিক অনুমোদনে ঘুষ দাবির অভিযোগে দিনাজপুরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপ সহকারী প্রকৌশলী মোরশেদ আলমকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


সোমবার (৪ মার্চ) দুপুরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুর কার্যালয় থেকে উক্ত অভিযোগে উপ সহকারী প্রকৌশলী মুহাম্মদ মোরশেদ আলমকে গ্রেফতার করেছে দুদক জেলা কার্যালয়ের আভিযানিক দলের সদস্যরা।


দুদকের উপপরিচালক জানান, অভিযান পরিচালনা কালে এনফোর্সমেন্ট টিম জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুরের উপ সহকারী প্রকৌশলী মোরশেদ আলম কর্তৃক অভিযোগকারীর নিকট হতে ঘুষ হিসেবে নেয়া দেড় লাখ টাকাসহ অন্যান্য রেকর্ড পত্রাদি জব্দ করা হয়। এরপর মুহাম্মদ মোরশেদ আলম সরকারী কর্মকর্তা হয়ে দেড় লাখ টাকা ঘুষ গ্রহণ করে অপরাধ করায় রেকর্ডপত্র এবং সাক্ষ্য-প্রমাণের আলোকে কমিশনের অনুমোদন ক্রমে দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ -এর বিধি ১০(১)(চ) অনুযায়ী মুহাম্মদ মোরশেদ আলমের বিরুদ্ধে দিনাজপুর জেলা কার্যালয়ে আজ একটি মামলা করা হয়। তারপর মুহাম্মদ মোরশেদ আলমকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি। 



তথ্য : সময়ের আলো